• শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ

আপডেটঃ : বুধবার, ২৭ জুন, ২০১৮

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস আজ বুধবার বেইজিংয়ে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিশ্বের এ দুই ক্ষমতাধর দেশের মধ্যে সামরিক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি সত্ত্বেও সহযোগিতার পথ খুঁজে বের করার লক্ষ্যে তিনি এ সাক্ষাৎ করেন। খবর এএফপি’র।
জানা গেছে, পেন্টাগন প্রধানকে পিপলস লিবারেশন আর্মির সদর দপ্তরে অভিবাদন জানানো হয়। এ সময় যুক্তরাষ্ট্র ও চীনের জাতীয় সঙ্গীত বাজানো হয়। দায়িত্ব গ্রহণের পর চীনে এটি তার প্রথম সফর।
আলোচনার শুরুতে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংসি ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে কৌশলগত বিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে ম্যাটিসের কথা গুরুত্বের সাথে বিবেচনা করা হয়ে থাকে।
অপরদিকে ম্যাটিস বলেন, এ দুই দেশের মধ্যে বৃহত্তর সম্পর্কের ক্ষেত্রে সামরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তিনি ভাল কিছু আশা করছেন।
ম্যাটিস বুধবার রাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে। এশিয়ায় চারদিনে তার এই সফরে তিনি আঞ্চলিক মিত্র দেশ দক্ষিণ কোরীয়া ও জাপান সফর করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ