ইরানের তেল রপ্তানি বন্ধ হলে অন্য দেশও কোথাও তেল বিক্রি করতে পারবে না, এমনটাই হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানী। সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছে আন্তর্জাতিক মহলে ইরানের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে এসব কথা বলেন।
সম্প্রতি ট্রাম্পের চাহিদা অনুযায়ী রেকর্ড হারে তেল উত্তোলন করবে সৌদি আরব। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম কমছে। সৌদি আরব বিশ্বে তেল উত্তোলনকারী বৃহত্তম দেশ।
ইরানের এমন হুঁশিয়ারিতে বিপদের আঁচ পাচ্ছেন বিশেষজ্ঞরা। রুহানী বলেন, ট্রাম্প ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিতে চায়। এমন হলে আরবের অন্যান্য দেশগুলোকে খেসারৎ দিতে হবে। তিনি সরাসরি ঘোষণা করেন, আমাদের কিছু হলে অন্য দেশও তেল বিক্রি করতে পারবে না।
আন্তর্জাতিক মহলের অভিমত, বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবচেয়ে খারাপ যাচ্ছে। ইরানী পরমাণু চুক্তি ঘিরে দুই রাষ্ট্রের দ্বন্দ্ব চলছে। যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিতে এসব হুঁশিয়ারি দিচ্ছেন হাসান রুহানী।
রুহানী তার বক্তব্যে আরও বলেন, আমাদের দেশ কারো কাছে নতি স্বীকার করবে না। আমাদের দেশের মানুষের সম্মান আমি রুখবই। এটা আমার পবিত্র দায়িত্ব।