ইন্দোনেশিয়ায় প্রায় ৩০০ কুমিরকে মেরে ফেললো সেদেশের স্থানীয় লোকজন। এক ব্যক্তিকে মেরে ফেলার দায়ে সেখানকার স্থানীয় মানুষ এমনটি করেছে বলে জানায় ইন্দোনেশিয়া প্রশাসন।
ইন্দোনেশিয়া পুলিশ জানায়, গত শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তি কুমির খামারের পাশে সবজিক্ষেতে সবজি সংগ্রহ করতে যায়। হঠাৎ করে একটি কুমির তাকে আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় ব্যক্তিটি।
দেশটির প্রাকৃতিক সম্পদ সংরক্ষন সংস্থার প্রধান বলেন, খামারে কর্মরত এক ব্যক্তি হুট করে একজনের আর্তনাদ শোনে। দৌড়ে গিয়ে দেখে কুমির এক ব্যক্তিকে আক্রমণ করেছে।
শনিবার সকালে সে ব্যক্তিটির দাফন কাজ সম্পন্ন হয়। দাফন শেষে হাজারো মানুষ ছুরি, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে ওই মৃত ব্যক্তির প্রতিশোধ নিতে যায় কুমিরের খামারে।
স্থানীয় এক সংবাদমাধ্যম জানায়, তারা প্রথমে কুমির খামারের অফিসে আক্রমণ চালায়। এরপর প্রায় ৩০০ কুমিরকে পিটিয়ে মেরে ফেলে।
পুলিশ জানায়, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করলেও দ্রুত তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের ব্যবস্থা নেবে তারা।