অর্ধেকের বেশি আমেরিকান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কালের বৈঠক ও রাশিয়া-আমেরিকা সম্পর্ক অপছন্দ করছে বলে জানায় রয়টার্স।
এ সপ্তাহে ১৬ জুলাই ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ট্রাম্প-পুতিন বৈঠক। বৈঠকে ট্রাম্প তার দেশের গোয়েন্দাদের করা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, রাশিয়া কোনভাবে আমেরিকার ২০১৬ সালের নির্বাচনে হস্তক্ষেপ করেনি।
রয়টার্সের করা এক ভোটিং সিস্টেমে আমেরিকার ৫৫ শতাংশ ভোটার জানায়, তারা ট্রাম্পের এমন বৈঠক একদম পছন্দ করেনি। অন্যদিকে ৩৩ শতাংশ তালিকাভুক্ত ভোটার এটিকে সমর্থন জানায়। ৩৮ শতাংশ ভোটার জানায় রাশিয়া আমেরিকার শত্রু।