কল সেন্টারের মাধ্যমে হাজার হাজার মার্কিন নাগরিক ও অভিবাসীর সঙ্গে প্রতারণার দায়ে ২১ জন ভারতীয় বংশোদ্ভূতকে ৪ থেকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত।
তারা এখন কারাগারে রয়েছেন। কয়েক কোটি ডলারের ওই প্রতারণার ফলে অনেক মার্কিন নাগরিক নিঃস্ব হয়ে যান। হারান জীবনের সব সঞ্চয়টুকু।
মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেসন্স ওই রায় সম্পর্কে বলেন, ভারতের কল সেন্টারগুলির মাধ্যমে মার্কিন নাগরিকদের সঙ্গে প্রতারণার ঘটনায় এটিই সবচেয়ে বড় আইনি পদক্ষেপ।
তিনি জানান, কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর অপরাধীদের অনেককে ভারতে ফেরত পাঠানো হবে।