যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যের গভর্নর প্রার্থী হতে বয়স কোন বিষয় নয়। এ সুযোগে সেখানে এ পদে নির্বাচনে প্রার্থী হয়েছে ৬ কিশোর।
হাই স্কুল শিক্ষার্থী জ্যাক বার্গেসনের বয়স মাত্র ১৭। লেখাপড়া নয়, তার ব্যস্ততা এখন নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে। সবার কাছে গিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে সে। চাইছে ভোট।
বার্গেসন জানায়, নির্বাচনে জয়ী হলে স্কুলে বন্দুকধারীদের হামলা বন্ধে উদ্যোগ নেবে সে। এ জন্য অস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ নিষেধাজ্ঞাও জারি করবে। রিপাবলিকান হলেও অস্ত্রের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার পক্ষে বার্গেসন।
যুক্তরাষ্ট্রে বর্তমানে তিনটি রাজ্যে যে কোন বয়সী ব্যক্তি গভর্নর হতে পারেন। এগুলো হলো কানসাস, ভারমন্ট ও ম্যাসাচুয়েটস। তবে ২০১৯ সালে আইনটি পরিবর্তন করবে কানসাস।
আইন পরিবর্তনের বিষয়টি জানতে চাইলে বার্গেসন বলে, ‘তরুণদের কথাও সবার শোনা উচিৎ। শিক্ষা ক্ষেত্রে এমন অনেক বিষয় রয়েছে সেখানে বয়স্করা মনোযোগ দিতে ব্যর্থ হয়েছেন।’