পাকিস্তানে বহুল আলোচিত সাধারণ নির্বাচন কাল। এ রেকর্ড সংখ্যক ৩ লাখ ৭০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে দেশজুড়ে। দেশটির ইতিহাসে কোন নির্বাচনে এত সেনা মোতায়েন করা হয়নি। মূলত নির্বাচনী প্রচারণা বারবার জঙ্গি আক্রমণের কারণে এই বাড়তি সতর্কতা।
সোমবার রাত বারোটায় নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। শেষ মুহূর্তে নিজেদের শক্তি দেখাতে বড় বড় জনসভা নিয়ে ব্যস্ত ছিল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো।
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ৮৫ হাজার ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে ৩,৭১,৩৮৮ জন সৈন্য। যা ইতিহাসে সর্বোচ্চ।
নির্বাচনের আগের দিন ভোটের সামগ্রী কেন্দ্রে পৌঁছানোর কাজে নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা দিতে দেখা গেছে সেনা সদস্যদের।
এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী বলে, ‘বেসামরিক নিরাপত্তা বাহিনীর সঙ্গে মিলে সেনাবাহিনী একটি নিরাপদ নির্বাচন উপহার দেবে।’