বাণিজ্য যুদ্ধে কৃষকরা যেন কোনো ধরনের ক্ষতির মুখে না পড়ে সে লক্ষ্যে ১২০০ কোটি ডলার বরাদ্দ করা হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। খবর রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ কানাস শহরে এক অনুষ্ঠানকালে বলেন, কৃষকদের এ সহযোগিতা দেওয়া হলে তারা অনেক উপকৃত হবেন। আমরা শিগগিরই এর ব্যবস্থা করবো। আমরা আমাদের কোনো কৃষক ভাইকে ক্ষতির মুখে পড়তে দেবো না।
মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প বাণিজ্য যুদ্ধের হাতিয়ার হিসেবে শুল্ককে বেঁছে নিয়েছেন। শিগগিরই তিনি এ বাণিজ্য যুদ্ধ থেকে সরে আসছেন না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
সম্প্রতি চীন ছাড়াও ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গে আমেরিকার বাণিজ্য যুদ্ধ চলছে।