মাত্র ১৫ বছর বয়সে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় পিএইচডি করতে যাচ্ছেন এক বালক। খবরঃ ইন্ডিয়া টাইমস।
ঘটনাটি আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। তানিস্ক আব্রাহাম (১৫) ভারতীয় বংশোদ্ভুত। বালকটি সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পেয়েছেন গবেষণার সুযোগও। আগামী চার-পাঁচ বছরে মিলবে এমডি ডিগ্রি। সঙ্গে করবেন পিএইচডি।
তানিস্ক আব্রাহাম নামে বিস্ময় বালকটি ইতিমধ্যে আবিষ্কার করেছেন এক বিস্ময়কর যন্ত্র। তার এ যন্ত্রের মাধ্যমে পুড়ে যাওয়া ব্যক্তিকে স্পর্শ না করে মিলবে তার হৃদযন্ত্রের স্পন্দন।
মাত্র ১৫ বছরে পিএইচডি শুরু করতে পেরে অনেক খুশি তানিস্ক। তানিস্কের বাবা মা জানান, আমরা আমদের ছেলেকে নিয়ে অনেক খুশি। আমরা আমাদের ছেলের পাশে সবসময় আছি।
তানিস্ক জিন নিয়ে পিএইচডি শুরু করতে চলেছেন। তিনি বলেন, ক্যান্সারের চিকিৎসার সমাধান খুঁজে পাওয়াই হবে আমার গবেষণার লক্ষ্য।