ভারত আসাম রাজ্যের জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি থেকে বাদ পড়া নাগরিকরাও ভোট দিতে পারবেন বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত এ কথা জানান।
এর আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা ভোট দিতে পারবে কিনা সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, চলতি বছরের ডিসেম্বরে নাগরিক পঞ্জি চূড়ান্ত করা হবে। যারা বাদ পড়েছেন সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে পুনরায় আবেদন করতে হবে।
সোমবার আসামের রাজধানী গৌহাটি থেকে চূড়ান্ত খসড়া জাতীয় নাগরিকত্ব নিবন্ধন তালিকা প্রকাশ করা হয়। এতে নিবন্ধনের জন্য আবেদন করা ৩ কোটি ২৯ লাখ মানুষের মধ্যে ২ কোটি ৮৯ লাখকে চূড়ান্ত তালিকায় স্থান দেয়া হয়। ফলে তালিকা থেকে বাদ পড়েন আসামের ৪০ লাখ মানুষ।