মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নতুন করে বৈঠক হতে পারে এমন আশা করছে উত্তর কোরিয়া। খবর সিএনএনের।
উত্তর কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানায়, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ইতিমধ্যে চিঠি আদান-প্রদান হয়েছে। আমেরিকা উত্তর কোরিয়াকে সবুজ সংকেত দিয়েছে।
তারা আরও জানায়, আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের পরে নতুন করে বৈঠক হতে পারে।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্প্রতি পারমাণবিক অস্ত্র তৈরি করার অভিযোগ নতুন করে ওঠে। তার পরিপ্রেক্ষিতে আমেরিকার সঙ্গে নতুন করে বৈঠক করার ঘোষণা দিলো উত্তর কোরিয়া।