যুক্তরাজ্যে স্তন বড় করতে প্লাস্টিক সার্জারির ৩ দিন পর নেলি ডোরোজকিনা নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি তিন সন্তানের মা ছিলেন। খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম মেট্রো’র।
নেলির স্বামী বলেন, প্লাস্টিক সার্জারির সময় ডাক্তার ও আবেদনবিদের মধ্যে বাকবিতণ্ডা হতে দেখেছিলেন নেলি। ক্লিনিক থেকে আসার কিছুক্ষণ পর কোমায় চলে যান নেলি। তিন দিন পর মৃত্যু হয় তার।
এঘটনায় তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। তাদের ধারণা পার্শ্বপ্রতিক্রিয়া হয় এমন ওষুধ ব্যবহার করা হয়েছিল ক্লিনিকটিতে।তবে ক্লিনিকটির নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।
চলতি বছর যুক্তরাজ্যে আরও এক নারী স্তন বড় করতে প্লাস্টিক সার্জারি করতে গিয়ে মারা যান।
এ ছাড়া সম্প্রতি একই রকম ঘটনায় রাশিয়ার রাজধানী মস্কোতেও তিন নারী প্রাণ হারান। সে সময় ইউরোপজুড়ে ব্যাপক আলোচিত হয় বিপজ্জনক এই সার্জারির ইস্যুটি।