সমঝোতা করতে আলোচনার জন্য প্রতিদিন ট্রাম্পের পক্ষ থেকে বার্তা আসছে বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। দেশের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে দাবি করেন তিনি। খবর এনডিটিভির।
রুহানি বলেন, আমেরিকা একদিকে চাপ দিচ্ছে। আবার সমঝোতা করতে প্রতিনিয়ত বার্তা পাঠাচ্ছে।
‘আমরাও আমেরিকার সঙ্গে আলোচনা করতে চাই। আমেরিকার সঙ্গে সকল ঝামেলা মিটমাট করতে চাই। কিন্তু তার আগে আমরা এখানে বসে সিদ্ধান্ত নেব কী করবো’, বলেন তিনি।
রুহানি প্রশ্ন ছুড়ে দেন, ‘আমরা কি আমেরিকার বার্তা পড়ে দেখবো নাকি আমেরিকা কী ব্যবস্থা নিচ্ছে সেটা দেখবো?’
আমেরিকা বিগত কয়েক মাস থেকে ইরানকে সতর্ক করে আসছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ইরান কয়েক দশক থেকে জঙ্গিদের মদদ দিয়ে আসছে। সঙ্গে বিপুল পরিমাণে পারমাণবিক অস্ত্রও উৎপাদন করছে।