সুইডেনের সংসদে সদস্যদের আস্থা ভোটে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্টিফান লফভেন। এখন তাকে পদ ছাড়তে হচ্ছে। খবর বিবিসির।
ভোটাভুটিতে ২০৪ জন সংসদ সদস্য স্টিফানের বিরুদ্ধে ভোট দেয়। অন্যদিকে তিনি সমর্থন পান ১৪২ জনের।
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া অভিবাসন বিরোধী দল সুইডেন ডেমোক্রেটস এই ভোটাভুটির ডাক দিয়েছিল।
এখন সুইডিশ সংসদের স্পিকার নতুন নেতার নাম প্রস্তাব করবেন। তবে নতুন প্রধানমন্ত্রী চূড়ান্ত হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এ অর্ন্তবর্তীকালীন সময়ে প্রধানমন্ত্রী পদে থাকবেন স্টিফান লফভেনই।
চলতি বছরের মাঝামাঝিতে অনুষ্ঠিত নির্বাচনে মধ্য-ডান জোটের চেয়ে মাত্র ১টি আসন বেশি পেয়ে জয় পেয়েছিল স্টিফান লেফভেনের ক্ষমতাসীন মধ্য-বাম দল সোশ্যাল ডেমোক্রেটস। এতে কোন দলই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটির সংসদ ‘ঝুলন্ত সংসদ’ রূপ নেয়।