সিলিন্ডার আকৃতির একটি অদ্ভুত বস্তু ভেসে এসেছে এক সাগর উপকূলে। বস্তুটির উচ্চতা সাধরন মানুষের থেকেও বেশি। দেখলে মনে হবে ধাতু কিংবা কংক্রিটের তৈরি। আর নিয়ে ব্যাপক তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়াতে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, গত সপ্তাহে সাউথ ক্যারোলাইনার সিব্রুক দ্বীপের উপকূলে অদ্ভুত এই বস্তুটি ভেসে আসে। বস্তুটি নিয়ে ব্যাপক রহস্য শুরু হয়েছে সেখানে।
সঠিক করে কেউ বলতে পারছে না বস্তুটি আসলে কি? সেখানকার লোকান্ট্রি মেরিন নেটওয়ার্ক নামে একটি বেসরকারি সংস্থা এই অদ্ভুত বস্তুটির খোঁজ পায়। এরপরই ফেসবুকে বস্তুটির ছবি পোষ্ট করে সংস্থাটি।
মুহূর্তেই ভাইরাল হয় ছবিটি। ছবিটি নিয়ে অনেকে অনেক মন্তব্য করেন। কেউ বলেন, অদ্ভুত এই বস্তুটি বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত কিছু হতে পারে। অনেক বলেন নাসা গবেষণার ব্যবহৃত কিছু জিনিস হতে পারে। তবে বস্তুটি আসলে কি নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি।