যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রশাসনিক অচলাবস্থার জেরে বাবুর্চি নেই হোয়াইট হাউসে। বাধ্য হয়ে তাই অতিথিদের বাইরে থেকে আনা খাবার দিয়ে আপ্যায়ন করতে হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বিবিসি।
স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের কলেজ ফুটবল চ্যাম্পিয়ন্সশিপজয়ী ফুটবল দলকে আমন্ত্রণ জানান, ট্রাম্প। কিন্তু অচলাবস্থার কারণে ফেডারেল সরকারের কর্মীদের বেতন বন্ধ হয়ে যাওয়ায় বাবুর্চিসহ খাবার তৈরির সঙ্গে যুক্ত কেউ নেই হোয়াইট হাউসে। অগত্যা পকেটের টাকায় রেস্টুরেন্ট থেকে ৩০০ বার্গার, পিজা ও ফ্রেঞ্চ ফ্রাই এনে তাদের আপ্যায়ন করেন ট্রাম্প। পরিবেশনের কর্মীরা না থাকায় সরাসরি প্যাকেট থেকে খুলে নিজেরাই খাবার খান অতিথিরা।
পরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘অচলাবস্থার কারণে আমরা বাইরে গিয়ে খাবার এনেছি। আমার টাকায় ফাস্ট ফুড অর্ডার করেছি।’
আরও পড়ুনঃ ভালোবাসা দিবসকে ‘বোন দিবস’ ঘোষণা পাকিস্তানে
গত ২৪দিন ধরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রায় ৮ লাখ কর্মীকে বাধ্যতামূলক ছুটি অথবা বেতন ছাড়া কাজ করতে হচ্ছে। এদের মধ্যে হোয়াইট হাউজের কর্মীরাও রয়েছেন।
ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ ছাড়া ফেডারেল সরকারের বাজেটে সাক্ষর না করায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ডেমোক্রেট নিয়ন্ত্রিত সংসদ দেয়াল তৈরির অর্থ বরাদ্দ দিতে রাজি হয়নি।