সংবাদ সংযোগ ডেস্ক : আন্তর্জাতিক মঞ্চে আবারও রাশিয়ার পাশেই দাঁড়াল ভারত ও চীন। রোববার ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ সভার একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রস্তাব পেশ হয়। সেই প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে নয়াদিল্লি ও বেইজিং।
আন্তর্জাতিক মঞ্চে আবারও রাশিয়ার পাশেই দাঁড়াল ভারত ও চীন। রোববার ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের সাধারণ সভার একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রস্তাব পেশ হয়। সেই প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে নয়াদিল্লি ও বেইজিং।এদিন জাতিসংঘে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত টি এস তিরুমূর্তি আবারও আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের পক্ষে সওয়াল করেন, এবং ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার প্রসঙ্গ উত্থাপন করেন। এদিকে, নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনের রাষ্ট্রদূত সের্গেই কিসলিৎসয়া বলেন, “ফেব্রুয়ারির ২৭ তারিখ পর্যন্ত যুদ্ধে ৪ হাজার ৩০০ জন রুশ সৈনিকের মৃত্যু হয়েছে। ২০০ জনকে বন্দি করা হয়েছে। নিখোঁজ রুশ সৈনিকদের পরিবারের জন্য একটি হটলাইন খুলেছে ইউক্রেন। প্রথমদিনই সেখানে অন্তত ১০০ জন মহিলার ফোন এসেছে। নিজের সন্তানের কথা জানতে চাইছেন তারা।
এছাড়া, রাশিয়ার বোমায় ইউক্রেনের ১৬টি শিশুর মৃত্যু হয়েছে। ৩ লক্ষ ৫০ হাজার শিক্ষার্থী স্কুলে যাওয়ার সুযোগ হারিয়েছেন।” পালটা, রাশিয়ার রাষ্ট্রদূত দাবি করেছেন, সমস্ত অভিযোগ মিথ্যা। আমজনতার উপর হামলা চালায় না রুশ সেনা। এদিকে আজই ইউক্রেন নিয়ে বিশেষ অধিবেশন ডেকেছে জাতিসংঘের সাধারণ সভা। উল্লেখ্য, শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পেশ করে আমেরিকা। সেই প্রস্তাবে ভোট না দিয়ে কার্যত রাশিয়ার পাশেই দাঁড়িয়েছে ভারত ও চীন। সূত্র: রয়টার্স।