• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:

দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ২১ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২ মার্চ, ২০২২

সংবাদ সংযোগ ডেস্ক : ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খরকিভে রুশ হামলায় ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১২ জন। শহরের মেয়র এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, খরকিভের মেয়র নিহতের তথ্য জানালেও ভিন্ন কথা বলছেন গভর্নর ওলেহ সিনেগুবোভ। তিনি দাবি করেন, রুশ হামলা প্রতিহত করা হয়েছে। এখনো এই শহর ইউক্রেনের নিয়ন্ত্রণে। মঙ্গলবার রাতভর হামলা করেছে রুশ বাহিনী। এতে তাদের অনেকে নিহত হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) খারকিভের কেন্দ্রে অবস্থিত প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হওয়া এক ভিডিওতে খারকিভের কেন্দ্রস্থলে ফ্রিডম চত্বরে অবস্থিত প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ধরা পড়েছে। সকাল ৮টার দিকে এই হামলা করা হয়।
এই ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিশাল, তীব্র বিস্ফোরণে জানালার কাঁচ এবং আশেপাড়ের গাড়ি উড়ে যায়।
উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিবে গত কয়েক দিন ধরে তুমুল লড়াই ও আকাশ থেকে বোমাবর্ষণ প্রত্যক্ষ করছে। এটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। সেখানে প্রায় ১৬ লাখ মানুষের বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ