• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:

দখলকৃত মারিওপোলের রাস্তায় গাড়ি চালাচ্ছেন পুতিন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

রাশিয়ার দখলকৃত শহর মারিওপোল পরিদর্শনে গিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় একটি আকস্মিক ভ্রমণে গেছেন পুতিন। সেখানে তাকে গাড়ি চালাতে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

আজ রোববার (১৯ মার্চ) বিবিসির প্রতিবেদনে বলা হয়, এক ভিডিওতে দেখা গিয়েছে পুতিন রাতের মারিওপোল শহরে গাড়ি চালাচ্ছেন। মাঝে মাঝে থেমে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছেন। অবশ্য স্থানটি আদৌ মারিওপোল কিনা, বা মারিওপোলের ঠিক কোন রাস্তায় পুতিন গাড়ি চালাচ্ছেন, তা পরীক্ষা করে দেখেনি বিবিসি।

ভিডিওতে দেখা যায়, পুতিনের সঙ্গে একই গাড়িতে ভ্রমণ করছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন। শহরটির বেশিরভাগই এখন ধ্বংসস্তূপে পরিণত। খুসনুলিন প্রেসিডেন্টকে ব্যাখ্যা করছেন, কীভাবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরটিকে পুনর্নিমাণ করা হচ্ছে।

প্রসঙ্গত, যুদ্ধ শুরুর অল্প দিনের মধ্যেই মারিওপোল দখলে নিয়েছিল রাশিয়া। দখলকৃত শহরে এটিই পুতিনের প্রথম সফর। ইউক্রেনের অভিযোগ এলাকাটি দখলে নিতে অন্তত ২০ হাজার মানুষকে হত্যা করেছে রুশ বাহিনী। ধ্বংস করেছে শহরের ৯০ ভাগ অবকাঠামো ও স্থাপনা। যুদ্ধের আগে ওই এলাকায় প্রায় ৫ লাখ মানুষ বসবাস করত। তার মধ্যে সাড়ে ৩ লাখই এলাকা ছেড়ে চলে গিয়েছে বলে এক বিশ্লেষণে জানিয়েছে জাতিসংঘ। অবশ্য রাশিয়ার হিসাবে এখনো ওই এলাকায় তিন লাখ মানুষ বসবাস করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ