বরিশালের বাবুগঞ্জে সাত হাজার পিস ইয়াবাসহ কল্পনা (৩৩) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল সন্ধ্যায় উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। কল্পনা বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের আ. কাদের পেদার মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বাবুগঞ্জ থানায় পাঠানো হয়েছে।