• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় রাশিয়ার স্বার্থ ফোকাসে থাকতে হবে: লাভরভ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে কোনো শান্তি আলোচনা হলে সেখানে অবশ্যই রাশিয়ার উদ্বেগ এবং স্বার্থ থাকতে হবে।

শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলুর সঙ্গে সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেনের সঙ্গে কোনো আলোচনা হলে সেই আলোচনায় অবশ্যই রাশিয়ার উদ্বেগ এবং স্বার্থ ফোকাসে থাকতে হবে। রাশিয়া নতুন বিশ্ব শৃঙ্খলা চায় (ওয়ার্ল্ড অর্ডার)। রাশিয়া একপক্ষীয় শৃঙ্খলা প্রত্যাখান করে বলেও মন্তব্য করেন তিনি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, দীর্ঘ দিন ধরে রাশিয়া বলে আসছে, তারা যুক্তরাষ্ট্রের একপেশে বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে। ইউক্রেনে তাদের আক্রমণ সেই লড়াইয়েরই অংশ।

গত সপ্তাহে রাশিয়া বলেছিল, ইউক্রেনে তাদের বিশেষ অভিযান চালু রাখা ছাড়া হাতে বিকল্প কিছু নেই। মূলত কোনো কূটনৈতিক সমাধান না পেয়েই মস্কো এই মন্তব্য করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ