• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:

রুশ হামলার মধ্যেই ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো পুনরুদ্ধার করে আবারো বিদ্যুৎ রপ্তানির সক্ষমতা ফিরে পেয়েছে ইউক্রেন। এর ফলে গত ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি শুরু করতে যাচ্ছে দেশটি।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের জ্বালানি বিষয়ক মন্ত্রী হারমান হালুশচেঙ্কো বিদ্যুৎ রপ্তানির অনুমোদন দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন, যদিও আদেশে স্থানীয় গ্রাহকদের অগ্রাধিকার দেয়ার কথা উল্লেখ রয়েছে।

মন্ত্রী জানান, প্রায় দুই মাস ধরে বিদ্যুৎ ব্যবস্থা অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করছে এবং ইউক্রেনীয়রা বিদ্যুৎ পেতে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না।

এ সময় তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে কঠিন শীত কেটে গেছে। পরবর্তী ধাপ হল বিদ্যুৎ রপ্তানি শুরু করা, যার মাধ্যমে আমাদের ধ্বংস হওয়া ও ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামোর প্রয়োজনীয় পুনর্গঠনের জন্য বাড়তি অর্থ সংগ্রহ করা যাবে।’

বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য প্রকৌশলী ও আন্তর্জাতিক সহযোগীদের প্রশংসা করেন ইউক্রেনের জ্বালানি বিষয়ক মন্ত্রী হারমান হালুশচেঙ্কো।

যুদ্ধ চলাকালীন গত অক্টোবরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে দফায় দফায় উদ্দেশ্যেমূলক হামলা শুরু করে রাশিয়া। এতে বিদ্যুৎ কাঠামো ভেঙে পড়ায় ইউক্রেনের শহর ও নগরের বাসিন্দাদের বিদ্যুৎবিহীন অবস্থাতেই তীব্র শীত কাটাতে হয়। সে সময় ইউক্রেন বিদ্যুৎ রপ্তানি বন্ধ করতে বাধ্য হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ