ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। ফিলিস্তিনের আল আকসা মসজিদে ইসরাইলি হামলার ঘটনার ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সব ধর্মীয় পবিত্র স্থানের মর্যাদা রক্ষার স্বার্থে আন্তর্জাতিক সব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। বিশেষ করে ওআইসি ও জাতিসংঘকে এ ব্যাপারে বিশেষ ভূমিকা নিতে হবে।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিফোনে আলাপকালে এসব কথা বলেন সামরিক দিক দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
এ ছাড়াও ফোনালাপে এরদোয়ান পবিত্র এলাকার মর্যাদা রক্ষার গুরুত্বের ওপর আলোকপাত করেন। পাশাপাশি ফিলিস্তিন ও ইসরাইলের সহিংসতা বৃদ্ধি কিভাবে রোধ করা যায়, তার বিষয়ে যুক্তিসংগত চিন্তাভাবনার ওপর জোর দিয়েছেন তিনি। এ সময় দুই নেতা উভয় দেশের সম্পর্ক নিয়েও আলোচনা করেন।
নতুন করে ফিলিস্তিনের ওপর ইসরাইলি হামলা ঠেকাতে ‘উপযুক্ত চিন্তা’ করার ওপর গুরুত্ব দেন তুর্কি প্রেসিডেন্ট। এতে উভয় পক্ষ উদ্ভূত পরিস্থিতি নিরসনে এগিয়ে আসবে।
এ দিকে একই দিনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ কাভুসোগলুর সাথে। এলি কোহেন ফোনালাপে বলেন, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করার যেকোনো প্রচেষ্টার জবাব দেবে।
ইসরাইল ও ফিলিস্তিনের চলমান উত্তেজনা এমন সময় চলছে যখন মুসলিমদের পবিত্র রমজান মাস চলছে। আল আকসা মসজিদে ইসরাইলি পুলিশের অভিযানের পর পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। দক্ষিণ লেবানন থেকেও ইসরাইলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরাইলও লেবানন ও অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালিয়েছে। সূত্র: আরটিআর ওয়ার্ল্ড