• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:

ইসরায়েল সফরে যাচ্ছেন ক্ষমতাচ্যুত ইরানি শাহের ছেলে

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

দশকের পর দশক ধরে চলছে ইরান ও ইসরায়েলের শত্রুতা। প্রতিদ্বন্দ্বী এই দেশ দু’টি একে অপরের সঙ্গে প্রক্সি যুদ্ধে লিপ্ত। এছাড়া শুরু থেকেই ইরানের বর্তমান শাসক গোষ্ঠীকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখে আসছে ইসরায়েল।

আর এই পরিস্থিতিতে ইসরায়েল সফরে যাচ্ছেন ইরানের ক্ষমতাচ্যুত শাহের নির্বাসিত পুত্র। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইরানি শাহ। সোমবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানি শাহের নির্বাসিত পুত্র চলতি সপ্তাহে ইসরায়েল সফর করবেন বলে ইসরায়েলের সরকার রোববার জানিয়েছে। এমনকি ইসরায়েলে এই সফরের জন্য ক্ষমতাচ্যুত ইরানি শাহের নির্বাসিত পুত্রকে ‘সর্বাধিক সিনিয়র ইরানি ব্যক্তিত্ব’ বলেও অভিহিত করেছে ইহুদি ভূখণ্ডটির সরকার।

অবশ্য যুক্তরাষ্ট্র সমর্থিত শাহের অধীনে ইসরায়েল এবং ইরানের মধ্যে একসময় বেশ উষ্ণ ও বন্ধুত্বের সম্পর্ক ছিল। যদিও ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানের বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতায় আসার পর থেকে উভয় দেশ একে অপরের শত্রু হয়ে উঠেছে। ইসরায়েল এক বিবৃতিতে বলেছে, ক্ষমতাচ্যুত শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভির এই সফরের উদ্দেশ্য ‘ইসরায়েল ও ইরানের জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং তেহরানের ক্ষমতাসীন আয়াতুল্লাহ সরকারের বিরুদ্ধে যৌথ বিরোধিতা প্রকাশ করা।’

ইসরায়েলি বিবৃতিতে পাহলভির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘ইরান গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলে ইসরায়েল এবং আমাদের আরব প্রতিবেশীদের সাথে তেহরানের সম্পর্ক পুনর্নবীকরণ করতে চাইবে। আমার মতে, সেই দিনটি আগের চেয়ে কাছাকাছি।’ আসন্ন এই সফরের সময় পাহলভি ইসরায়েলের আনুষ্ঠানিক হোলোকাস্ট স্মারক অনুষ্ঠানে অংশ নেবেন বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ