• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

প্রধান বিরোধী দলীয় নেতা রশিদ ঘানুশিকে গ্রেফতার করেছে তিউনিসিয়ার পুলিশ।

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

তিউনিসিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা রশিদ ঘানুশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এছাড়া পুলিশ প্রধান বিরোধী দলের সদর দপ্তরে অভিযান চালিয়েছে।

আল জাজিরার খবর অনুসারে, তিউনিসিয়ার পুলিশ সোমবার সন্ধ্যায় রশিদ ঘানুশির বাড়িতে অভিযান চালায়। তাকে তুলে নেওয়ার আগে বাসায় অভিযান চালায়। তার দলের নেতারা জানিয়েছেন, রশিদ ঘানুশিকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে।

খবর অনুসারে, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের সমালোচনাকারী বড় বড় বিরোধী দলীয় নেতাদের গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সাবেক আইনের অধ্যাপক কাইস সাইদ ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২১ সালে তিনি তিউনিসিয়ার পার্লামেন্ট বিলুপ্ত করে সরকারকে বরখাস্ত করেন। এর মাধ্যমে তিনি ‘বিশেষ আদেশ’ জারির মাধ্যমে দেশের বিচার ব্যবস্থার নিয়ন্ত্রণ নেন।
তিউনিসিয়া পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্স নিউজ এজেন্সিকে বলেন, ‘উত্তেজনাকর বিবৃতি’র পর পাবলিক প্রসিকিউটরের তদন্তের নির্দেশে রশিদ ঘানুশিকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে এবং তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রসিকিউটরের নির্দেশে নেওয়া হবে বলে জানান তিনি।

বিগত বছরগুলোতে দলের অর্থায়ন, উত্তর আফ্রিকান দেশগুলোর ব্লক থেকে তিউনিসিয়াকে প্রত্যাহার এবং আইএসআইএলে যোগ দেওয়ার অভিযোগে একাধিকবার রশিদ ঘানুশি বিচারবিভাগের জ্ঞিাসাবাদের মুখোমুখি হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ