• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

রহস্যময় পোড়া ক্ষত নিয়ে গিনির ১২ জেলে ফিরে এলনে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

গিনিতে সমুদ্র থেকে ত্বকে বেদনাদায়ক ক্ষত নিয়ে ফিরে আসা কমপক্ষে ১১৫ জেলেকে চিকিৎসা করা হচ্ছে। রাজধানী কোনাক্রিতে চিকৎসাধীন রয়েছেন তারা।

ডনকা হাসপাতালের বার্ন বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার করম্বা কাবা বলেছেন, ‘এটি সংক্রামক রোগ নয়, কোনো উপায় নেই। আমরা সোশ্যাল মিডিয়ায় পড়েছি যে একটি রহস্যময় রোগ দেখা দিয়েছে। কিন্তু মানুষকে আশ্বস্ত করা দরকার। আমরা নিশ্চিত যে এটি একটি রাসায়নিক পোড়া, মানে ক্ষয়কারী কোনো বডির সংস্পর্শে পুড়ে যাওয়া।

এই দগ্ধদের নিয়ে যে কেউ এগিয়ে আসছে তাকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে হাসপাতালগুলো।

রক্ত ​​​​পরীক্ষা দিয়ে শুরু হয় চিকিৎসা। এবং কোনাক্রির পরীক্ষাগারগুলোতে নমুনা বিশ্লেষণ করা হচ্ছে। রোগীদের ক্ষতগুলোকেও জীবাণুমুক্ত করা হয় যাতে তারা নিরাময় হয়।

কিছু লোকের মুখে, অন্যদের পেটে বা যৌনাঙ্গে ক্ষত রয়েছে এবং আশঙ্কা রয়েছে যে কিছু রোগী চিকিৎসার জন্য এগিয়ে আসতে ভয় পাচ্ছেন।

কোনাক্রি থেকে ৫০ কিমি (৩১ মাইল) দূরে একটি দ্বীপের একজন ডাক্তারের মতে, আরও সাতজন অসুস্থ জেলে দ্বীপের স্বাস্থ্যসেবা কেন্দ্রে এসেছিলেন। কিন্তু তারা চিকিৎসার জন্য কোনাক্রির স্পেশালাইজড কেয়ার সেন্টারে যেতে অস্বীকার করেছে। বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ