রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তাদের নতুন নির্মিত টি-১৪ আরমাতা ট্যাংক ব্যবহার শুরু করেছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আরআইএ এই খবর দিয়েছে।
তবে নতুন এই ট্যাংক দিয়ে ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করলেও রুশ সেনারা সরাসরি অভিযানে ট্যাংকটি এখনও ব্যবহার করেনি।
রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, রুশ বহরে যুক্ত হওয়া এই ট্যাংকের অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। রুশ সেনারা ইউক্রেনে এটির ব্যবহার শুরু করেছে।
আল জাজিরার খবর অনুসারে, রুশ সশস্ত্র বহরে যুক্ত হওয়া টি-১৪ ট্যাংকে মনুষ্যবিহীন চূড়া রয়েছে। এর ক্রু সদস্যরা দূরবর্তী স্থান থেকে এটি পরিচালনা করতে পারবেন। মহাসড়কে এই ট্যাংকের সর্বোচ্চ গতিসীমা প্রতিঘণ্টায় ৮০ কিলোমিটার।