• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন

আট মাস ধরে বিকল এক্সরে মেশিন, ভোগান্তিতে রোগীরা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২১ মে, ২০২৩

গত আট মাস ধরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসের একমাত্র এক্সরে মেশিনটি বিকল হয়ে পড়ে আছে। ওয়ান স্টপ সার্ভিসের রোগীরা এক্সরে করাতে এখন ভিড় করছেন হাসপাতালের আউটডোর এক্সরে বিভাগে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে পারছে না বিভাগটি। ফলে সিরিয়ালের অভাবে এক্সরে করাতে না পেরে অনেক রোগীকে ফিরতে হচ্ছে বাড়ি।

এদিকে টাকার বিনিময়ে এক্সরে করানোর সিরিয়াল পেতে হাসপাতালের কর্মচারী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ রোগীর স্বজনদের।

ময়মনসিংহ নগরীর আউটার স্টেডিয়াম এলাকার গৃহবধূ রোকেয়া বেগম বাসায় পড়ে গিয়ে বাম হাতে ব্যথা পান। পরের দিন ময়মনসিংহ মেডিক্যালের আউটডোরে চিকিৎসা করাতে আসলে চিকিৎসক হাতের এক্সরে করাতে পরামর্শ দেন। সকাল থেকে দুপুর পর্যন্ত আউটডোরের এক্সরে বিভাগের সামনে লাইনে দাঁড়িয়েও সিরিয়াল পাননি। পরদিন আবারও আসেন আউটডোর এক্সরে বিভাগে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন টাকা জমা দিয়ে কখন সিরিয়াল পাবেন। অতিরিক্ত রোগীর চাপে এক্সরে করাতে পারবেন কিনা এ নিয়ে চিন্তিত রোকেয়া।

আউটডোর এক্সরে বিভাগের সামনে দেখা যায় অতিরিক্ত রোগীর চাপ। শুধু রোকেয়া না, এখানে চিকিৎসার জন্য এক্সরে করাতে সবারই একই অভিযোগ। ভুক্তভোগী নজরুল ইসলাম জানান, রোগীর চাপে ছেলের এক্সরে করাতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন।

patient
আউটডোর এক্সরে বিভাগের সামনে অতিরিক্ত রোগীর চাপ

হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ সার্ভিসের একমাত্র এক্সরে মেশিনটি গত বছরের সেপ্টেম্বর মাস থেকে বিকল হয়ে পড়ে আছে। এখানকার সব রোগী এক্সরে করাতে ভিড় করছেন হাসপাতালের আউটডোর এক্সরে বিভাগে। এই কারণে একটি কাউন্টারে এক্সরে করানোর সিরিয়াল পেতে রোগীরা সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টার লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও পাচ্ছেন না। নতুন আরও একটি এক্সরে মেশিন বসানোর দাবি তাদের।

হাসপাতালের পরিচালক ছুটিতে থাকায় রোগীদের ভোগান্তির বিষয়ে উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, দ্রুত হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসে নতুন একটি ডিজিটাল এক্সরে মেশিন বসানোর চেষ্টা চলছে। নতুন মেশিন বসলেই রোগীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ