সঞ্চালন লাইনের জটিলতার কারণে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎকেন্দ্র থেকে পুনরায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
বৃহস্পতিবার ভোররাত পৌনে ৪টার দিকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মুখপাত্র শামীম হাসান।
আজ সকাল ৯টায় ওই বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সঞ্চালিত বিদ্যুতের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট।
বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ করতে আদানি গ্রুপ ভারতের ঝাড়খণ্ডে ১৬০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক একটি কেন্দ্র নির্মাণ করেছে। সেখান থেকে বাংলাদেশে দৈনিক প্রায় সাত শ’ মেগাওয়াট করে বিদ্যুৎ আসছিল এতদিন।
বুধবার বিকেল পৌনে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর এলাকায় সঞ্চালন লাইন ‘ট্রিপ’ করলে আদানি পাওয়ারের বিদ্যুৎ আসা বন্ধ হয়ে যায়।
জ্বালানি সঙ্কটে বেশ কিছু উৎপাদন কেন্দ্র বন্ধ থাকায় গত কয়েক সপ্তাহ ধরে এমনিতেই বিদ্যুতের লোড শেড করতে হচ্ছিল। তার মধ্যে আদানির বিদ্যুৎ থেমে যাওয়ায় সঙ্কট আরো বেড়ে যায়।