• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

চা পান করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
প্রতীকী ছবি।

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় নজির আহমদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সোহাগ পরিবহন বাসের চালকের সহযোগী ছিলেন।

আজ বৃহস্পতিবার (০৬ জুলাই) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার এএসআই ফারুক আহাম্মদ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মালিবাগ রেলগেটের পূর্ব পাশে কমলাপুর থেকে ছেড়ে আসা কোনো একটি ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর পেয়ে সন্ধ্যায় তার মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে মর্গে পাঠানো হয়।

সোহাগ পরিবহনের মালিবাগ গ্যারেজের ফোরম্যান মো. সেলিম জানান, চট্টগ্রামের কোতোয়ালি থানার মাদবর বাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নজির। বর্তমানে সোহাগ পরিবহনের চালকের সহযোগী হিসেবে কাজ করতেন এবং বাসের মধ্যেই থাকতেন। বুধবার বিকেলে গ্যারেজ থেকে বের হয়ে রেললাইনের পাশে চা পান করতে যান তিনি। কিছুক্ষণ পরেই তারা খবর পান, ট্রেনের ধাক্কায় মারা গেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ