বরগুনা সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা ১১টায় দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
এসময় তিনি বলেন, কৃষক হচ্ছে আওয়ামী লীগের প্রকৃত বন্ধু। কৃষকরা ক্ষেতে ঘাম ঝড়িয়ে শ্রম দিয়ে ফসল উৎপাদন করে আমাদের জাতীয় অর্থনীতিকে সর্বদা সচল রাখছে। প্রধানমন্ত্রী সর্বদা কৃষি এবং কৃষকদের কল্যাণে কাজ করছেন। কৃষি খাতে সর্বোচ্চ ভর্তূকি দিচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাওসার হোসেনের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এস এম বদরুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমরান হোসেন রাসেল, কৃষক লীগ সভাপতি আজিজুল হক স্বপন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ২০২২-২৩ অর্থ বছরে সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৩১০০ কৃষকের মাঝে আমন ধান বিজ, ডিএপি সার, এমপিও সার এবং ৫টি করে নারিকেল চারা বিতরণ করা হয়।