• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

নির্বাচনকে লক্ষ্য করে ভদ্র সাজার চেষ্টা করছে আ.লীগ: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

নির্বাচনকে লক্ষ্য করে দেশ-বিদেশের কাছে আওয়ামী লীগ ভদ্র সাজার চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন একেবারে কালো আইন, আমরা এই আইনটা বাতিলের জন্য সেমিনার সভা করেছি। আমরা এই আইনটাই সম্পূর্ণ বাতিল চাই। এটা দেশের মানুষের বিরুদ্ধে আইন, গণতন্ত্রে বিরুদ্ধে আইন, সাংবাদিকদের মুখ আটকে রাখার আইন।’

 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মানুষকে বোকা ভাবে, সেজন্য তারা আইন বাতিল না করে শুধু নাম পরিবর্তন করে উপস্থাপন করেছে। নাম দিয়েছে সাইবার আইন। এটা বিদেশি ও মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য।’

 

‘আওয়ামী লীগের মূল উদ্দেশ্য একদলীয় শাসন ব্যবস্থা করা, শুধু মোড়ক ব্যবহার করে ভিতরে ঠিক বাকশাল কায়েম করে যাচ্ছে’ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

 

বিএনপি মহাসচিব বলেন, ‘সামনের নির্বাচনকে লক্ষ্য করে বিদেশি ও দেশের মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করে যাচ্ছে আওয়ামী লীগ। তাদের চরিত্রই এমন। এদের ওপর আন্তর্জাতিক চাপ আছে।’

 

আওয়ামী লীগ সরকার থাকাকালে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনে আমাদের যারা প্রার্থী হবেন তাদেরকে জেল দিয়ে যাচ্ছে। দ্রুত বিচার করে রায় দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ