• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

রশি ছিঁড়ে পড়ে প্রাণ গেল ২ শ্রমিকের

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
ফাইল ছবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ওষুধশিল্প পার্কের একটি ভবন রং করার সময় রশি ছিঁড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মো. শহীদ (২৭) ও একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অবস্থিত ওষুধ শিল্প পার্কের ভেতরে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টের (এপিআই) পাঁচ তলা ভবনের চতুর্থ তলায় রঙের কাজ করছিলেন ৩ শ্রমিক। তাদের মধ্যে ২ জন রশিতে ঝুলে দেয়াল রঙ করছিলেন। এ সময় রশি ছিঁড়ে ২ শ্রমিক নিচে পড়ে যান। উদ্ধার করে তাদের দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, রশি ছিঁড়ে নিচে পড়ে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ