• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

২ সেপ্টেম্বর ঢাকা থেকে জনসভা শুরু আ.লীগের

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

আগামী ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তরে শেরে বাংলানগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে জনসভা করবে আওয়ামী লীগ। দেশের প্রথম পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে তৈরি এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে এ জনসভা করা হবে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করার পর জনসভায় যোগ দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির একাধিক নেতা ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় সভা শুরু হয়ে চলে রাত পৌনে ১১টা পর্যন্ত। কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাগত বক্তব্যের পর দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু হয়।

সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় সংসদের উপনেতা ও সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ সেলিম, কাজী জাফরুল্লাহ চৌধুরী, ড. আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

সভায় অংশ নেওয়া একাধিক নেতা ঢাকা টাইমসকে বলেন, আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ (বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত) উদ্বোধন করা হবে। এই দিন রাজধানীতে বড় ধরনের শোডাউন দেবে আওয়ামী লীগ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটবে ।

সভা সূত্রে আরও জানা গেছে, ২ সেপ্টেম্বর সিলেটে জনসভা করার কথা ছিল। বন্যার কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। তাই এদিন এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করে ঢাকায় বড় ধরনের জনসভা করবে দলটি। এই ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় জনসভা করবে আওয়ামী লীগ। আগামী অক্টোবর মাস থেকে বিভাগীয় জনসভার অংশ হিসেবে বরিশাল ও খুলনায় জনসভা করা হবে। এর আগে সিলেটে জনসভা করার কথা হয়েছে।

এছাড়া আওয়ামী লীগের তৃণমূলসহ যেসব সংগঠনের নেতা ভারপ্রাপ্ত পদে রয়েছেন তাদেরকে ভারমুক্ত করে চিঠি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়ন প্রচার করতে বলা হয়েছে।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর ঢাকা টাইমসকে বলেন, ‘আগামী ২ সেপ্টেম্বর দেশের প্রথম পাবলিক পার্টনারশিপ এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হবে। এদিন ঢাকা মহানগর উত্তরে বড় ধরনের জনসভা করবে আওয়ামী লীগ। এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জামেল হক ঢাকা টাইমসকে বলেন, ‘আগামী অক্টোবর মাসে বিভাগীয় জনসভা করবে আওয়ামী লীগ। খুলনা বিভাগে জনসভা করার কথা রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ