নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পথেই হাটছে কমিশন। প্রয়োজন হলে নির্বাচনকালীন প্রশাসনেও রদবদল আনা হবে। তৃণমূল পর্যায়ে যেখানে যোগাযোগ চ্যালেঞ্জের সেখানে ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তাসহ ভোটবাক্স আগেই পাঠানো হবে।
বুধবার (২৩ আগস্ট) দুপুর দুইটার দিকে মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত জেলা ও উপজেলায় কর্মরত নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
জাতীয় পরিচয় সংক্রান্ত বিষয়ের ওপর আয়োজিত মতবিনিময় সভায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে তৃণমূলের কার্যক্রম যথাযথভাবেই চলছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তির কার্যক্রম শুরু হয়েছে। প্রথম পর্যায়ে দুবাই ও আবুধাবিতে এ কার্যক্রম সরকার হাতে নিয়েছে। পরবর্তীতে যুক্তরাজ্যেও এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তির কার্যক্রম চলমান থাকবে। মুন্সীগঞ্জে ১৮ জন প্রবাসীর ভোটার হওয়ার কার্যক্রম তথ্য অপূর্ণতা অথবা তথ্য ঘাতটির জন্য পেন্ডিং রয়েছে। তথ্যপূর্ণ হলে তারাও ভোটার হতে পারবেন।
এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ভোটার আইডি কার্ডের সংশোধনী করতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন। তিনি সংশোধনগুলো দ্রুত সমাধানের নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, শ্রীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফখর উদ্দীন শিকদার, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা এমকে আহাম্মেদ, গজারিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লিটন মিয়া, লৌহজং উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহাম্মেদ ও সিরাজদীখান উপজেলা নির্বাচন কর্মকর্তা আল-আমিন।