• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

সারিয়াকান্দিতে আগুনে ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শাহাজাদী আলম লিপি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার সারিয়াকান্দিতে আগুনে বসতঘরের আসবাবপত্র,গরু-ছাগল পুড়ে ক্ষতিগ্রস্ত আশরাফ আলীর পরিবারের পাশে দাড়ালেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এবং সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহাজাদী আলম লিপি।
গতকাল শুক্রবার সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের চর-ডোমকান্দি মধ্যপাড়া আশরাফ আলী ওরফে বোচা প্রাং এর বাড়িতে পরিদর্শনে গিয়ে সহমর্মিতা জ্ঞাপন করেন শাহাজাদী আলম লিপি। এসময় তিনি ভুক্তভোগী আশরাফ আলীকে ব্যক্তিগত ভাবে আর্থিক সহযোগী প্রদান করেন। এরপর বিকেলে কামালপুর কামালপুর ইউনিয়নের ইছামারা গ্রাম পরিদর্শন ও বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসিদের মাঝে শাহাজাদী আলম লিপি নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

এসময় কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম, হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ইফাজ উদ্দিন প্রামানিক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হাসান বাবুল ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
নগদ অর্থ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা বলেন,অগ্নিকাণ্ডে বসতঘরের ঘরের আসবাবপত্র ও গরু-ছাগল পুড়ে যায়। এই মানবিক সহায়তা নগদ টাকা পেয়ে কিছুটা ঘুরে দাঁড়াতে পারবো। ক্ষতিগ্রস্ত পরিবার শাহাজাদী আলম লিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


শাহাজাদী আলম লিপি বলেন,আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবার আমার ছোট প্রয়াস। আমি জানি এ টাকা দিয়ে এই ক্ষতি পূরণ করতে পারবে না, তবে আমি সবসময় এই পরিবারের পাশে আছি।
উল্লেখ্য,২৮ই আগষ্ট সোমবার আনুমানিক রাত ৮ টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে গরুর গোয়াল ঘরসহ ২ টি বসতঘর পুড়ে যায়। এছাড়াও ১টি গাভী আগুনে পুড়ে তাৎক্ষণিক মারা যায় এবং ১ টি বাছুর দগ্ধ হয় এবং হাবিজার প্রাং এর পরিবারে ৩ টি ঘরের মধ্যে থাকা ধান, চাল সহ আসবাবপত্র পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ