• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

অটোরিকশায় থাকা কার্টনে মিলল নবজাতকের মরদেহ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সুধারাম মডেল থানার সামনে অটোরিকশা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে সুধারাম মডেল থানা সংলগ্ন মেসার্স আব্দুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে সিএনজিচালক মো. রাসেল ৩ জন যাত্রী নিয়ে সোনাপুরের উদ্দেশে রওয়ানা হন। অটোরিকশায় ওঠার সময় এক পুরুষ যাত্রীর হাতে একটি কার্টন ছিল বলে সিএনজিচালক দেখতে পান। যাত্রীদের সোনাপুর জিরো পয়েন্টে নামিয়ে সিএনজি চালক আরও ২ বার যাত্রী পরিবহন করেন। এক পর্যায়ে সিএনজিচালক রাসেল গাড়ির পেছনের সিটের ওপর একটি কার্টন দেখতে পেয়ে সুধারাম মডেল থানায় যোগাযোগ করেন। পরে পুলিশ তাকে থানা যেতে বলে। রাসেল তার গাড়িসহ থানায় গেলে পুলিশ সদস্যরা কার্টন খুলে নবজাতকের মরদেহ দেখতে পায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ