শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি॥
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন, গাজীপুর ইউনিয়ন ও গ্রামের এবং গাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেনের একমাত্র পুত্র ডাক্তার কে এম ইকবাল একজন স্বনামধন্য এম.বি.বি.এস ডাক্তার। ডাক্তারি পেশার পাশাপাশি তিনি তার এলাকায় নিজ মাওনা গ্রামে স্ব-উদ্দ্যেগে গড়ে তুলেছেন একটি কৃষি খামার। সম্প্রতি তার খামারে বসে একান্ত আলাপচারিতায় তিনি তার মনের ইচ্ছাগুলো দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রতিবেদকের কাছে ব্যক্ত করেন। তিনি এই কৃষি খামারের মাধ্যমে এলাকার যুবসমাজকে সাথে নিয়ে এলাকায় একটি কৃষি শিল্পের বিল্পব ঘটাতে চান এবং এর মাধ্যমে সর্বদা দেশ সেবায় নিয়োজিত থাকতে চান। তিনি বলেন আমার এ খামারে ১৯টি দেশীয় গরু, জাতীয় মুরগি, ভেড়া, লাল ও সাদা রঙের হাঁস এবং কবুতরসহ ২১শত মুরগি নিয়ে আমি ৫ একর জায়গার মধ্যে এ কৃষি খামার গড়ে তুলেছি। এখানে দুটি পুকুর আছে, তার পাশে রয়েছে কলার বাগান। ডাক্তার ইকবালের স্বপ্ন তার একটি গরুকে নিয়ে, এর জাত লাল রঙের শাহীয়াল বয়স ৯ মাস বর্তমান ওজন ৩২০ কেজী। তিনি উল্লেখ করেন, কিছুদিন আগে যারা রাজাবাবু নামে একটি সিন্ধী গরু নিয়ে বিভিন্ন পত্রিকায় খরব ছাপিয়েছেন আমিও আশা করি এই ৯ মাসের গরুটি নিয়ে রাজাবাবুর চেয়েও বেশী পরিচিতি লাভ করাতে পারবো। তিনি ভাওয়াল কিং নামে তার গরুকে দেশ জোড়া নাম ছাড়াতে চান। তিনি আরো ও বলেন, গরুটির বয়স যেহেতু ৯ মাস ওজনে মাত্র ৩২০ কেজী, ২ বছর যদি এটাকে লালন পালন করতে পারি তাহলে এই গরুকেই একদিন ভাওয়াল কিং বানাতে পারব বলে আমার বিশ্বাস। তিনি পেশায় একজন ডাক্তার। সাধারণ মানুষের সেবা করাই তার একমাত্র লক্ষ্য। পাশাপাশি তিনি কৃষি খামার গড়ে এলাকার উন্নয়নে এবং বেকার সমস্যা সমাধানে নিজেকে নিয়োজিত রাখতে চান। এছাড়া তিনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। বর্তমানে তিনি গাজীপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি। উল্লেখ্য যে, তার মরহম পিতা মুক্তিযোদ্ধা ইসামাইল হোসেন ছিলেন এই বিদ্যালয়ের দাতা সদস্য। পরিশেষে তিনি বলেন, আমি আজীবন এলাকার গরীব দুঃখী মানুষের সেবা করে যেতে চাই। আমার ইচ্ছাগুলো যেন আমি সফলতার সাথে শেষ করতে পারি এ প্রত্যাশায়, আপনাদের সকলের দোয়া চাই।