গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সুমাইয়া আক্তার (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের আরবেলা ফেশন লিঃ পোশাক কারখানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
সুমাইয়া আক্তার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের মো: আকরাম হোসেনের মেয়ে। সে গাড়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় দোকানি আবু সাঈদ বলেন, শিশুটি রাস্তার পাশ দিয়ে হেঁটে দোকানে যাচ্ছিল। হঠাৎ করে কয়েকটি কুকুর তাকে ধাওয়া করে। এতে ভয় পেয়ে দ্রুত রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা চাপা দিলে শিশুটির মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্থানীয়রা অটোরিকশা চালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।
গাড়ারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা পারভীন বলেন, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী জাকিয়ার সামনে এ দুর্ঘটনা ঘটে। সে দৌড়ে স্কুলে এসে বিস্তারিত জানানোর পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুমাইয়ার লাশ দেখতে পাই।
শ্রীপুর থানার উপপরিদর্শক অমল চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি। জনতার হাতে আটক অটোরিকশা চালক আনোয়ার হোসেনকে (৪৫) পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।