রিপোর্ট: সংবাদ সংযোগ :
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ উপহারের পাকা বাড়ি পেয়ে বদলে গেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের জীবনযাত্রার মান। উপজেলায় মোট ৩০৪ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পাকা বাড়ি দেওয়া হয়েছে। ঠিকানাহীন মানুষগুলো নিজস্ব ঠিকানা পেয়েছে, তাদের সন্তানরা স্থানীয় স্কুলে পড়াশোনা করার সুযোগ পেয়েছে।
বাস্তুহীনরা বাসস্থান পেয়ে নতুন করে জীবন সংসার সাজিয়ে তুলেছে। পাল্টে গেছে অধিকাংশ গৃহহীনের জীবনমান। সুখে শান্তিতে বসবাস করছেন তারা।
উপজেলার এনায়েতপুর আবাসন প্রকল্পের সুনিতা হালদার, সুবল, রনি দাস, পার্থনাসহ অনেকে বলেন, একসময় তাদের জীবন ছিল যাযাবরের মতো। অন্যের বাড়িতে রাস্তার ধারে পরগাছার মতো জীবন-যাপন করতেন তারা।
এখন অনেক ভালো আছেন। কারণ, এখানে শুধু তারা বাড়ি উপহার পাননি পেয়েছেন বাড়িতে বিদ্যুৎ, বিশুদ্ধ খাবার পানি, পাকা টয়লেট, এ ছাড়া তারা বাড়ির আঙিনায় নিজেদের জন্য নানান রকম শাক-সবজি চাষ করছেন। যা তাদের স্বপ্ন ছিল, প্রধানমন্ত্রী তাদের স্বপ্ন বাস্তবায়ন করেছেন। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে উপজেলার প্রকৃত ভুমিহীনদের ঘর প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিভিন্ন কাজের সুযোগ দেয়া হয়েছে এবং তাদের খোঁজ খবর নেয়া হচ্ছে। সব মিলিয়ে তারা এখন অনেক ভালো আছে।