পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দি উপজেলার নিউ সোনাতলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার এলাকাবাসীর আয়োজনে ফুলবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আমিরুল ইসলাম মুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে দলের মনোনয়ন প্রত্যাশী মেধা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহাজাদী আলম লিপি। এসময় তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরেন।
এসময় হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেম্বার ইফাজ উদ্দিন প্রামানিক, ভেলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক ও ৮নং ওয়ার্ড সাবেক মেম্বার আব্দুল রাজ্জাক,
ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামছুল হক বাবলু, কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম রব্বানী,বিশিষ্ট ব্যবসায়ী একাব্বর, খোরশেদ আলম, লেখক মন্ডল, সমাজ সেবিকা তহমিনা বেগম, যুবলীগ নেতা মোঃ রেজাউল করিম রনি,উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রিমনসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।