• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

ডেঙ্গুতে প্রাণ হারালেন মেডিকেল ছাত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

এবার ডেঙ্গুতে এক মেডিকেল ছাত্রী প্রাণ হারিয়েছেন। তার নাম দীপান্বিতা বিশ্বাস। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

মঙ্গলবার স্যার সলিমুল্লাহ মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল হুদা লেলিন এক শোক বার্তায় জানান, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শোক বার্তায় বলা হয়, এমবিবিএস ৫১তম ব্যাচের মেধাবী ছাত্রী দীপান্বিতা বিশ্বাস ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেছেন। তার অকাল মৃত্যুতে এই প্রতিষ্ঠানের সব শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা গভীরভাবে শোকাহত। তার আত্মার শান্তি কামনায় আগামী ২০ সেপ্টেম্বর (বুধবার) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এক শোক সভার আয়োজন করা হয়েছে।

দীপান্বিতা বিশ্বাসের গ্রামের বাড়ি খুলনায় বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ