মাদারীপুরের ডাসারে ডাকাতিসহ একাধিক মামলার আসামি মো. সোহেল জোমাদ্দারকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে গ্রেফতারকৃত সোহেলের দেয়া তথ্য মতে চোরাইকৃত দুইটি ব্যাটারি চালিত ভ্যান বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতী গ্রামের আবু আলী সরদারের বাড়ি থেকে উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য সোহেল জোমাদ্দার দীর্ঘদিন যাবত এলাকায় চুরি ও ডাকাতিসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। এ ঘটনায় ডাসার থানাসহ দেশের বিভিন্ন থানায় সোহেলের নামে ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে সোহেল জোমাদ্দারকে গ্রেফতার করেন। এদিকে কয়েকদিন পূর্বে উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের শাহীন হাওলাদারের বাড়ির গ্রেজ থেকে দুইটি ব্যাটারী চালিত ভ্যান চুরি হয়ে যায়। পরে গ্রেফতারকৃত সোহেলের দেয়া তথ্য মতে চোরাইকৃত দুইটি ব্যাটারিচালিত ভ্যান শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতী গ্রামের আবু আলী সরদারের বাড়ি থেকে উদ্ধার করা হয়। অপরদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে দ্রুত পালিয়ে যায় আবু আলী সরদার। পরে তার মেয়ের সহযোগীতায় ওই দুইটি ভ্যান উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, ডাকাতি মামলাসহ একাধিক মামলার আসামি মো. সোহেল জোমাদ্দারকে গ্রেফতার করা হয়েছে এবং তার দেয়া তথ্য মতে দুইটি ভ্যান উদ্ধার করা হয়েছে। সোহেলের বিরুদ্ধে ডাসার থানাসহ দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।