ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে নজরুল খান (৩০) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। বুধবার সকালে কালীগঞ্জ-যশোর মহাসড়কের আমবাগান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল খান শরিয়তপুর সদর থানার সুজন তোয়ার গ্রামে সিরাজুল হক খানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মিনে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, কালীগঞ্জ থেকে একটি বাস যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে সংঘর্ষে পিকআপের চালক নজরুল গুরুতর আহত হন। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত নজরুলকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।