ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন (৩২) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নুরু মিয়া নামে একজন আহত হয়েছেন।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাকির আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের মো: ফজলু মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাড়িউড়া এলাকায় ঢাকাগামী এক ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী এক পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ-ভ্যানচালক জাকির নিহত হন। এ ঘটনায় পিকআপভ্যানে থাকা নূরু মিয়া নামে একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, পিকআপভ্যান ও ট্রাকটিকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।