শোবিজে আবারো সংসার ভাঙ্গার সংবাদ। সম্প্রতি সঙ্গীতশিল্পী মিলার সংবাদের রেশ না কাটতে এবার খবর এলো নাটক পাড়া থেকে। ছোটপর্দায় জনপ্রিয় মুখ নোভার বিয়ে বিচ্ছেদ হলো। নির্মাতা রায়হান খানকে বিয়ে করেছিলেন নোভা। বিয়ের অনেকদিন হয়ে গেলো শেষ পর্যন্ত সম্পর্কে ইতি টানতে হয় তাদের।
গত ২৬ আগস্ট ঢাকা জজকোর্ট কাজি অফিসে নোভা ও রায়হান ডিভোর্স পেপারে সাক্ষর করেন। বিয়ে বিচ্ছেদের প্রায় দেড় মাস পর তাদের খবর জানালেন তারা। নোভা বলেন, ‘আমার নিজ সিদ্ধান্তে এই ডিভোর্স করেছি। সবাইকে একটি অনুরোধ আমাদের এই বিষয়টি নিয়ে যেনো গণমাধ্যমে কোনো নেতিবাচক কিছু ছড়ানো হয়। কারণ আমাদের মাঝে সম্মানবোধটুকু আগেও ছিল এখনো আছে। বিভিন্ন কারণেই একসাথে না থাকার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এতদিন জানাইনি কাউকে। যেহেতু মিডিয়ার পরিচিত অনেকেই জেনে গেছেন তাই জানাতে হলো।’