কক্সবাজারের পেকুয়ায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে মৎস্য ঘেরের পানিতে ডুবে মো. সাজিদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু সাজিদ পেকুয়া সদর ইউনিয়নের জালিয়াখালী এলাকার খলিলুর রহমানের ছেলে।
নিহত শিশুর চাচা হাসান রব্বানী বলেন, মা-সহ নানার বাড়িতে বেড়াতে যায় শিশু সাজিদ। রবিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে নানা বাড়ির পাশে মৎস্যঘেরে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষনা করেন।