চট্টগ্রামের খাগড়াছড়ির মাটিরাঙায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মো. মাসুদ নামের একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১৩ জন। রোববার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙার সাপমারা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ গাজীপুরের তোহালাতপুর এলাকার আলতাফ সরকারের ছেলে।
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, খাগড়াছড়ির দীঘিনালা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। মাটিরাঙার সাপমারা এলাকায় পাহাড় থেকে সামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গুরুত্বর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, নিহতের মরদেহের আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর চালক পলাতক থাকলেও বাসটি জব্দ করা হয়েছে।