লক্ষ্মীপুরের রামগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় মো: রবিন হোসেন (২৫) নামের ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।
সোমবার বেলা ১১টায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের শেখপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিন উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শাপালীপাড়া মিঝিবাড়ির আবদুর রহিমের ছেলে এবং কাঞ্চনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে রামগঞ্জ থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিলেন রবিন। পথে শেখপুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা রামগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক রবিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।