• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন

বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ, দুই কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
ফাইল ছবি

গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুন ফেলানোর সময় দিনাজপুরের বীরগঞ্জে বিস্ফোরণে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদ হোসেন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের প্রতাব চন্দ্র পালের ছেলে প্রসঞ্জিত চন্দ্র পাল (১৪) ও নিখিল চন্দ্র পালের ছেলে সীমান্ত চন্দ্র পাল (১৬)। তারা সর্ম্পকে আপন চাচাতো জেঠাতো ভাই।

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. জিল্লুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী মনোয়ার হোসেন বলেন, প্রসেঞ্জিত চন্দ্র পাল ও সীমান্ত চন্দ্র পাল আপন চাচাতো জেঠাতো ভাই। তারা দুইজনই বেলুন ব্যবসায়ী। পূজা উপলক্ষে বেলুন বেশি বিক্রি হওয়ায় বড় গ্যাস সিলিন্ডার দিয়ে তারা বাড়িতে বেলুন ফুলাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে গ্যাস সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে তাদের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তাদের দ্রুত উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসক মো. জিল্লুর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার পর তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে আসার পথেই মৃত্যু হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ হোসেন বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মারা গেছে। মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ